বাস্তবায়নাধীন সংস্থা হীড বাংলাদেশ এর মাধ্যমে হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের কারিগরি সহযোগিতায় KOICA এর অর্থায়নে নোয়াখালী জেলায় “ওয়াশ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আর্সেনিক ও পানিবাহিত রোগ হ্রাস করন লক্ষ্যে একটি আর্সেনিক এ্যাকশন দল ( AAG) গঠন করা হয়। এ (AAG) দলের সাথে আলোচনা করেন,কোরিয়ান হতে আগত Insoo baek, KOICA সিপিপি প্রজেক্ট, ও মিস্টার Park, KOICA সিপিপি প্রজেক্ট, এবং হ্যাবিটেট ফর হিউম্যানিটির পক্ষে উপস্থিত ছিলেন মিস্টার মিহির কুমার দাস, প্রোগ্রাম ম্যানেজার, হ্যাবিটেট ফর হিউমিনিটি বাংলাদেশ, আরো উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের পক্ষে জনাব ফয়জুল্লাহ রুবেল, আঞ্চলিক ব্যবস্থাপক, নোয়াখালী এরিয়া। জনাব লেবিও বৈদ্য, মনিটরিং অফিসার, KOICA CPP project, নোয়াখালী জেলা। জনাব সাইফুল ইসলাম,কনস্ট্রাকশন কো-অর্ডিনেটর, KOICA CPP project, নোয়াখালী জেলা, জনাব আবদুল আজিজ, কমিউনিটি ফ্যাসিলিটেটর, KOICA CPP Project, ৩নং চরক্লার্ক ইউনিয়ন, সুবর্ণচর উপজেলা, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এ্যাডভোকেট আবুল বাসার, চেয়ারম্যান ৩নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদ। এসময় উপস্থিত ছিলেন আর্সেনিক এ্যাকশন দলের সভাপতি জনাব জাকার মাস্টার, ও সেক্রেটারিসহ দলের সকল সদস্যবৃন্দ।