হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক স্যারের নির্দেশে স্মরনাতীত কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার হিসাবে প্রথম পর্যায়ে শুকনা খাবার বিতরণ কর্মসূচির আজ ছিলো প্রথম দিন।

আজ একযোগে মৌলভীবাজার ও নোয়াখালীতে এ বিতরণ কাজ শুরু হয়।

HAP standard অনুযায়ী দূর্গত মানুষের সম্মান নিশ্চিত পূর্বক প্রতিটি ভাগে ৫০ জনের দলে ৫ মিনিটের একটি বন্যা ও বন্যা পরবর্তী করনীয় সম্পর্কে জানানো হয়। এবং সকলে সকলের জন্য দোয়া প্রার্থনার আবেদন জানানো হয়। অতঃপর সস্মানের সহিদ উপহার সামগ্রী দূ্র্গতদের হাতে পৌঁছে দেয়া হয়। এবং উপহার সামগ্রী টেবিলে উন্মুক্ত করে রাখা হয়।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব সুপ্রভাত চাকমা।উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা। তাছাড়া হীড বাংলাদেশের প্রধান কার্যলয় সহ আঞ্চলিক অফিসের কর্মী কর্মকর্তা বৃন্দ।

আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।