পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার-এনডিসি ম্যাডাম, এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার-এমপি ( সংরক্ষিত নারী আসন ) ও হীড বাংলাদেশ নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন স্যার, আজ ২৭-১২-২০২১ খ্রী: তারিখে সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামে প্রসপারিটি প্রকল্পের আওতায় পরিচালিত মাছরাঙ্গা পিভিসির বিভিন্ন সদস্যর জীবিকায়নের বিভিন্ন আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড পরিদর্শন করেন, খাবার পানির সমস্যা নিরসনে একটি সুপেয় পানির প্লান্ট স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, চলমান হীড ড্রিংকিং ওয়াটার প্লান্ট পরিদর্শন, দাকোপের ছোট নাগপুরী ভেড়ার প্রজনন খামার পরিদর্শন ও প্রান্তিক অতিদরিদ্র মানুষের মাঝে ছোট নাগপুরী ভেড়া বিতরণ করেন। প্রসপারিটি ইইউ অর্থায়নে মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ পরিদর্শন করেন। অতিথিদের সাথে অংশীজনদের প্রানবন্ত আলোচনা হয়েছে। আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ এর মহাব্যবস্থাপক ড.নুরুজ্জামান স্যার, মহাব্যবস্থাপক ড.শরীফ অাহমদ চৌধুরী স্যার ও পিকেএসএফ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং হীড বাংলাদেশের ভাই ও বোনেরা। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের বিভিন্ন প্রাতনিধিরা, সকলকে হীড বাংলাদেশের পক্ষে অনেক অনেক ধন্যবাদ ও কৃত
জ্ঞতা জানাই।
